দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় আর খাদ্যের অভাবে মারা যাবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লিগ্যালভয়েস : জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, দেশের একটি মানুষও বিনা চিকিৎসায় আর খাদ্যের অভাবে মারা যাবে না। আর্থিক সংকটে কেউ শিক্ষা বঞ্চিত হবে না। বর্তমান সরকার সব দায় দায়িত্ব নিয়েছে।


তিনি আজ জেলার শিল্পকলা একাডেমিতে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গণি, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।


অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৪০জন রোগীর মাঝে জেলা সমাজসেবা অধিদপ্তর ২০ লাখ টাকার আর্থিক সাহায্যর চেক প্রদান করা হয়।
এর আগে সকালে প্রতিমন্ত্রী জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।


মেহেরপুর জেনারেল হাসপাতালে এই ক্যাম্পেইনে শিশুদের মুখে এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন। দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২৪৬ জন শিশুকে লাল রঙের এবং ১২-৫৯ বয়সী ৫৮ হাজার ৫৯৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *