লভ্যাংশ পাঠিয়েছে সোনালী আঁশ ও মেঘনা পেট্রোলিয়াম
নিজস্ব প্রতিবেদক: গত ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ পাঠিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৯০ পয়সা।
গতকাল ডিএসইতে কোম্পানিটির ৫০ হাজার ৪২৯টি শেয়ার মোট এক হাজার ৪০৯ বার হাতবদল হয়, যার বাজারদর তিন কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকা। এছাড়া শেয়ারদর দুই দশমিক ২৬ শতাংশ বা ১৫ টাকা ৭০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৭০৯ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়।
মেঘনা পেট্রোলিয়াম: ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১১৩ টাকা ২০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৩৬০ কোটি ৪১ লাখ টাকা।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৩৩ শতাংশ বা পাঁচ টাকা ৪০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ২২৬ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২২৬ টাকা ৩০ পয়সা।