ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ : স্পিকার
ঢাকা, লিগ্যাল ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ।
আজ সংসদ ভবনে তার সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে এনার্জি রেগুলেটরী কমিশনের সদস্য রহমান মুর্শেদ, মাহমুদ উল হক ভূইয়া, মো. আবদুল আজিজ খান, মো. মিজানুর রহমান ও কমিশনের সচিব রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময়ে তাঁরা ২০১৭-১৮ সালের এনার্জি রেগুলেটরী কমিশনের বার্ষিক প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর করেন।
স্পিকার বলেন, ২০০৯ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৩ হাজার ৫শ’ মেগাওয়াট। সরকারের যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।
তিনি এনার্জি রেগুলেটরী কমিশনের কার্যাবলীর প্রশংসা করে গ্রাহক সন্তুষ্টি অর্জনে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
চেয়ারম্যান এ সময়ে কমিশনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।