পাকিস্তানে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন সৌদি যুবরাজ
পাকিস্তান সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করছে। এর আগে যুবরাজ এশিয়া সফরের শুরুতেই পাকিস্তানে এসে দেশটির সঙ্গে দু’হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উদ্দেশ্যে পাকিস্তান ছাড়ার আগে প্রেসিডেন্ট আরিফ আলভি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিশান-ই-পাকিস্তান প্রদান করবেন।
এর আগে রোববার ‘এমবিএস’ হিসেবে ব্যাপকভাবে পরিচিত সালমান পাকিস্তানে এসে পৌঁছালে তাকে উষ্ণ অর্ভ্যত্থনা জানানো হয়।
এদিকে ধারণা করা হচ্ছে, সৌদি আরবের সঙ্গে এ চুক্তির কারণে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান যথেষ্ট উপকৃত হবে।
সৌদি সংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার পাঁচমাস পর যুবরাজ এশিয়া সফর করছেন। খাসোগি হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় ওঠে এবং এর জন্যে যুবরাজ সালমানকেই দায়ী করা হচ্ছে। তবে সৌদি আরব যুবরাজের এ হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
বিশ্লেষকরা বলেছেন, এশিয়ার ক্রমবর্ধমান তেলের বাজারে উপসাগরীয় উপস্থিতি জোরদার এবং আর্ন্তজাতিক অঙ্গনে নিজের অবস্থানকে তুলে ধরতেই যুবরাজ এ সফর করছেন।
আশা করা হচ্ছে, যুবরাজ আগামী বৃহস্পতি ও শুক্রবার চীনে দু’দিনের সফরের মধ্যদিয়ে তার এশিয়া সফর শেষ করবেন।