ভ্রাম্যমাণ আদালতে কোচিং সেন্টারে সিলগালা
কাশিয়ানী(গোপালগঞ্জ), লিগ্যাল ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি কোচিং সেন্টারে সিলগালা এবং একশ জোড়া বেঞ্চ আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলা সদরে দীর্ঘদিন ধরে আইন অমান্য করে কিছু শিক্ষক কোচিং বাণিজ্য করে আসছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ বারবার এসব শিক্ষককে কোচিং সেন্টার চালাতে নিষেধ করলেও তারা বিষয়টি কর্ণপাত করেননি।
পরে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন মঙ্গলবার বিকালে অভিযানে এসে কোচিং সেন্টারগুলো সিলগালা করেন এবং বেঞ্চগুলো জ্বালিয়ে দেন। অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান তিনি।