সফট এক্সপো-২০১৯ এলআইসিটি ও বেসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, লিগ্যাল ডেস্ক : সফট এক্সপো-২০১৯ সফল বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর আগারগাঁস্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এলআইসিটি প্রকল্প ও বেসিসের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, সফট এক্সপো-২০১৯ সফলভাবে বাস্তবায়নের জন্য আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্প পার্টনার হিসেবে কাজ করবে।


আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের ডিপিডি (উপ-প্রকল্প পরিচালক) তারেক বরকত উল্ল্যাহ এবং বেসিসের ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান এমওইউতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।


এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *