হয় মানুষ থাকবে, না হয় শিল্পকারখানা: স্বাস্থ্যমন্ত্রী
চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরান ঢাকাবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে এখানে হয় মানুষ বসবাস করবে, না হয় শিল্পকারখানা থাকবে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ওই ঘটনায় পুড়ে যাওয়া রোগীদের দেখতে এসে এ মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পুড়ে যাওয়া ৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে তিনজন আইসিইউতে আছেন। সকলের অবস্থাই আশঙ্কাজনক।’
তিনি জানান, ‘রোগীদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। তবে রোগীদের যা যা চিকিৎসার প্রয়োজন সব সেবা দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একই ভবনে ব্যবসা, দোকান আর মানুষজন থাকেন। এর মধ্যে ছোট ছোট কারখানাও থাকে। এই দুঃখজনক ঘটনার পর আশাকরি তাদের টনক নড়বে।’
শিল্প কারখানার বিষয়ে তিনি বলেন, ‘এখানে হয় মানুষ বসবাস করবে, না হয় শিল্পকারখানা থাকবে। যে কোনও একটা সিদ্ধান্তে যেতে হবে।’