সৌদি আরবের ইতিহাসে প্রথম মহিলা রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স উপাধি পাওয়ার পর বেশ কয়েকটি ক্ষেত্রে ঐতিহাসিক সংস্কার হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে রাজকুমারী রীমা বিনতে বান্দার বিন সুলতানকে নিয়োগ দিয়েছে সৌদি। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো নারী রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হলো। খবর এএফপির।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় সেসময়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত যুবরাজ খালিদ বিন সালমানকে সরিয়ে নেয় সৌদি সরকার। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন খালিদের বোন রীমা। একই দিনে খালিদকে দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এমন গুরুত্বপূর্ণ নিয়োগকে প্রাসঙ্গিক মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে মিউজিয়াম স্টাডিজে স্নাতক করেছেন রীমা। রীমার বাবা যুবরাজ বান্দার বিন সুলতান নিজেও মার্কিন মুলুকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে ১৯৮৩ থেকে ২০০৫ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সেসময় বুশ পরিবারের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা ছিল বান্দার বিন সুলতানের।