পরিবারকে কুড়িগ্রাম জেলা প্রশাসনের অর্থ-সহায়তা প্রদান
আমিনুর ইসলাম
কুড়িগ্রাম, লিগ্যাল ডেস্ক : ঢাকার চক বাজারে আগুন ট্রাজেডির শিকার কুড়িগ্রামের তিন হতভাগ্য তরুণের পরিবারকে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসন থেকে ৩৪ হাজার টাকার চেক, ৩ বান্ডিল করে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়।
সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সজিবের স্ত্রী আছমা বেগম, রাজু মিয়ার ভাই মাসুদ ও খোরশেদ আলমের বাবা আবু বক্কর পরিবারের পক্ষে সহায়তা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে জিলুফা সুলতানা, সদর ইউএনও আমিন আল পারভেজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু প্রমুখ।
উল্লেখ্য, ঢাকার চক বাজারে জুতার দোকানে কর্মচারি ওই তিন যুবক ঘটনার দিন দোকান থেকে অন্য দোকানে মালামাল ডেলিভারীর সময় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার আবু বক্করের পুত্র খোরশেদ আলম (২২),একই উপজেলার হাজিপাড়া গোবর্ধণকুঠি গ্রামের রাজু মিয়া (১৮) ও সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের শিবের চর মাঠের পাড় এলাকার আব্দুল কাদেরের পুত্র সজিব (২৩)।