ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা ইমরান খানের

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে শান্তির ইঙ্গিত হিসেবে আগামীকাল শুক্রবার ফেরত দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে যৌথ অধিবেশনে তিনি এ ঘোষণা দেন। খবর ডন।

এর আগে বুধবার কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগে গুলি চালিয়ে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে একটি এবং অপরটি ভারতে ভূপাতিত হয়। পরে উত্তেজিত জনতার হাত থেকে ভারতীয় ওই পাইলটকে উদ্ধার করে পাকিস্তান সেনাবাহিনী।

বৃহস্পতিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভারতকে আর উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, এটাকে আর সামনে এগিয়ে নেবেন না, তাহলে পাকিস্তান প্রতিশোধ নিতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, পরিস্থিতি যেনো এর বাইরে যেতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।

তিনি আরো বলেন, আমি শান্তির আশা করছি। একইসঙ্গে সমঝোতার প্রথম পদক্ষেপ হিসেবে তাকে আগামীকাল মুক্তি দেওয়ার ঘোষণা করছি। আমাদের বন্দিশালা থেকে ভারতীয় বিমান বাহিনীর অফিসারকে পাকিস্তান মুক্তি দিবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *