১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুদকের চিঠি
সাইয়্যেদ মো: রবিন,
লিগ্যাল ভয়েস ডেস্ক : ইউনিয়ন পরিষদ, ব্যাংক, মাদ্রাসা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অনিয়ম, দুর্নীতি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কাছ থেকে নির্ধারিত বেতনের অতিরিক্ত আদায় বন্ধে ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ জুলাই) এসব চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য জানিয়েছেন।
যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন, সাতক্ষীরার আশাশুনি, রাজশাহীর বাঘা, কিশোরগঞ্জের বাজিতপুর, দিনাজপুরের বোচাগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, কুষ্টিয়ার খোকসা, রংপুরের পীরগঞ্জ, কুষ্টিয়ার কুমারখালী, নেত্রকোনার বারহাট্টা ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়।
এদিকে, রংপুর মেডিক্যাল কলেজে সেবাদানে অনিয়ম ও হাসপাতালের যন্ত্রপাতি কেনায় অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক। এছাড়া, পটুয়াখালীর দুমকি উপজেলায় ভূমি অধিগ্রহণের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অনিয়ম এবং ময়মনসিংহের জেলা স্কুল রোডে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে খতিয়ে দেখতেও অভিযান হয়।