সাতক্ষীরা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত

খুলনা প্রতিনিধি,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের ওপারে ভারতের দুবলি এলাকায় বৃহস্পতিবার ভোরে বিএসএফের গুলিতে অন্তত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় কয়েকটি গরুর গায়েও গুলি লেগেছে। ছররা গুলিবিদ্ধ বেশ কয়েকটি গরু আনা হয়েছে সাতক্ষীরা সীমান্তের কুশখালি খাটালে।

স্থানীয়রা জানান, ভারত থেকে গরু আনতে একদল রাখাল চোরাই পথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আহত হন সাতক্ষীরার কুশখালির মফিজুল ইসলাম, হায়দর আলি, আজিবর রহমান, আমিনুল ইসলাম ও পুটের জামাতা। তারা সবাই দেশে ফিরে এলেও আহত আরও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, আজ ১১২ টি ভারতীয় গরু এসেছে কুশখালি খাটালে। পাচার হওয়া অনেকগুলি গরুর দেহে গুলির ছররা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার বিএসএফের বরাত দিয়ে জানান, তারা কোনো গুলি ছোড়েনি। তবে গরু পাচারকারীদের ধাওয়া করে কয়েকজনকে আটক করেছে তারা। আটকরা ভারতীয় না বাংলাদেশি তা তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি আরও বলেন, কোনো গরুর গায়ে গুলির ছররা লেগেছে এমন কোনো তথ্য তার কাছে নেই। বিষয়টি নিয়ে খোঁজ করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *