জাপানের জনশক্তি রপ্তানি করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : আগামী ৫ বছরের মধ্যে সাড়ে ৩ লাখ কর্মী নেবে জাপান। আগে তাদের প্রাথমিক তালিকায় ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশ। এবার সে তালিকায় উঠেছে বাংলাদেশের নামও। চলতি বছরের এপ্রিল থেকে চালু করা দুই ধরনের ভিসা ব্যবস্থায় এসব বিদেশি কর্মীদের নেবে এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র জাপান।

মঙ্গলবার টোকিওতে দুই দেশের মধ্যে চুক্তির পর বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি জানানো হয়। গত বছরের ডিসেম্বরে জাপানের পার্লামেন্টে পাস হওয়া একটি বিল অনুযায়ী এসব শ্রমিক নেয়া হবে।

প্রাথমিকভাবে আটটি দেশ হলো ভিয়েতনাম, চীন, কম্বোডিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার অন্য একটি দেশ। এখন  সেই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম।

গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সময় জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা হয়। তখন জাপান সরকারও বাংলাদেশ থেকে কর্মী নিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল।

বিদেশি কর্মীদের মধ্যে যাদের ন্যূনতম কারিগরি শিক্ষা রয়েছে তাদেরকে ৫ বছরের জন্য জাপানে কাজ করার সুযোগ দেয়া হবে। তবে এই সময়ের মধ্যে পরিবারের সদস্যদের নিতে পারবে না তারা। তবে যারা দক্ষ (গবেষক, শিক্ষক, ব্যবসায়ী) কর্মী, তারা যতদিন ইচ্ছে থাকার পাশাপাশি পরিবারের সদস্যদেরও জাপানে নেয়ার সুযোগ পাবেন।

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের উদ্দেশ্যে জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, জাপানের জাতীয় পরিকল্পনা এজেন্সি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

স্মারকে বাংলাদেশের পক্ষ থেকে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, সমন্বয়কক উপসচিব কাজী আবেদ হোসেন। অন্যদিকে জাপানের পক্ষ থেকে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার সোকো শাসাকি সই করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *