জনগণের আস্থা সমুন্নত রাখতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সিনিয়র রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। এটা মনে রাখতে হবে। সংগঠনটাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে। সময় মতো যেন সম্মেলন হয় সে ব্যবস্থা করতে হবে। আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে দেশে যে দল সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে, মানুষের কল্যাণে কাজ করে, যাদের আন্দোলন সংগ্রামের ফলে স্বাধীনতা, সেই দল ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

প্রাকৃতিক দুর্যোগের কথা তুলে ধরে বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস আমরা কঠোর হাতে দমন করেছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে সেটা অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সংস্থাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে যারা ক্ষমতায় আসে তারা নিজেদের ক্ষমতা নিশ্চিত করেন নিজেদের ভাগ্য গড়ার কাজ করে। আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায়, এই সময়ের মধ্যে আমরা মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। মানুষ জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের উন্নতি হয়, ভাগ্যের পরিবর্তন হবে। এই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে।

আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে দলীয় সভাপতি বলেন, এটা হচ্ছে বাস্তবতা। তাহলে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা করতে পারবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *