‘তথ্যপ্রযুক্তির যুগে চাই নতুন ধারার সাংবাদিকতা

ক্যাম্পাস প্রতিনিধি/ লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সাংবাদিকতার পরিবর্তিত ধারার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে সাংবাদিকতায় টিকে থাকা সম্ভব নয়। তাই সাংবাদিকতার বিদ্যায়তনিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক চর্চার সমন্বয় ঘটাতে হবে।

নয়া তথ্যপ্রযুক্তির প্রভাবে সাংবাদিকতার ধরণ বদলে যাচ্ছে বিধায় সাংবাদিকতার শিক্ষার্থীদের জানতে হবে মাল্টিমিডিয়া জার্নালিজম, শিখতে হবে মাল্টিটাস্কিং।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের কয়েকজন প্রখ্যাত সাংবাদিক এ কথা বলেন।

বিভাগের সভাপতি মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য উপস্থাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আ-আল মামুন, ডয়েচে ভেলে একাডেমির বাংলাদেশ কনসালটেন্ট লুৎফা আহমেদ, ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: রেডিও ভূমির নির্বাহী সম্পাদক ও অভিনেতা শামস সুমন এবং সারাবাংলা ডট নেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন। বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, ফারজানা করিম, মাধব চন্দ্র দাস, মোঃ আসাদুজ্জামান ও সুবর্ণা মজুমদার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *