প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাপস-আতিক
সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পথে থাকা আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাত সোয়া ১০টার দিকে গণভবন ছাড়েন আতিক ও তাপস।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত এই দুই প্রার্থী জয়ের পথে রয়েছেন।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ :
ঢাকা উত্তর :
আতিকুল ইসলাম(আওয়ামীলীগ) প্রাপ্ত ভোট ২,৫৯,৯৮৫।
তাবিথ আউয়াল বিএনপি প্রাপ্ত ভোট ১,৫৯,৩৬১।
মোট কেন্দ্র (১,৩১৮), প্রাপ্ত কেন্দ্র ৮১১।
ঢাকা দক্ষিণ :
ফজলে নূর তাপস,
আওয়ামীলীগ প্রাপ্ত ভোট
৪,২৪,৫৯৫।
ইশরাক হোসেন, বিএনপি প্রাপ্ত ভোট ২,৩৬,৫১২।
মোট কেন্দ্র (১,১৫০), প্রাপ্ত কেন্দ্র ১১৫০।