১০ টাকার চাল কালো বাজারে, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী
বান্দরবান : পার্বত্য নগর বান্দরবানের রুমা উপজেলায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা দরে বরাদ্ধ চাল কালো বাজারে বিক্রির অভিযোগে ছাত্রলীগ নেতা ও এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। হতদরিদ্রদের জন্য বরাদ্দ চাল অধিক লাভের আশায় কালো বাজারে বিক্রির অভিযোগে তাদের দন্ডিত করে আদালত।
আজ (সোমবার) দুপুরে রুমা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুল আলম। ভ্রাম্যমান আদালতে দন্ডিতরা হলেন রুমা উপজেলা ছাত্রলীগ নেতা রাজিব সিকদার। সে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচির ডিলার। অপর জন চাল ক্রেতা রুমা বাজারের ব্যবসায়ী শাহানেওয়াজ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির খবর পেয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ছয়টি বস্তায় ২৮৭.৫ কেজি চাল কালো বাজার (শাহানেওয়াজের দোকান) থেকে উদ্ধার করে।
এ ঘটনায় রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চালের ডিলার রাজিব সিকদার ও ক্রেতা মুদি দোকানদার শাহানেওয়াজকে আটক করা হয়। ঘটনায় ভ্রাম্যমান আদালত ছাত্রলীগ নেতা ও চালের ডিলার রাজিব সিকদারকে ১মাস এবং ক্রেতা মুদি দোকানদার শাহানেওয়াজ’কে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির অপরাধে ছাত্রলীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগ নেতা চালের ডিলারকে ১মাস এবং ক্রেতাকে ১০দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল কোর্ট টিমের সদস্য রুমা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী সুমন পাল জানান, আপাতত চালের গোডাউন সিল গালা করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে।
ছাত্রলীগ নেতার ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল জানান, এখন জরুরী মুহূর্তে সভা ডাকার কোন সুযোগ নেই। পরবর্তীতে আমারা বসে রাজিবের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
মৈত্রী/ এএ