লামা প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করলেন মেয়র জহিরুল ইসলাম

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বান্দরবানের লামা প্রেসক্লাবের সদস্যদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করলেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাক্স, হ্যান্ড গ্লাভস, হেড ক্যাপ ও স্যানিটাইজার) তুলে দেন তিনি। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সভাপতি মো. তানফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান, কোষাধ্যক্ষ এম. বশিরুল আলম, সদস্য রফিক সরকার, নবীর উদ্দিন, মংছিংপ্রু মার্মা, সাহাব উদ্দিন রিটু উপস্থিত ছিলেন।

সুরক্ষা সামগ্রী তুলে দেওয়ার সময় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের এই ক্লান্তি কালেও সাংবাদিকরা বসে নেই। তারা জীবনের ঝুঁকি নিয়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা পত্রিকায় তুলে ধরছেন। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এসব সুরক্ষা সামগ্রী প্রদানের উদ্যোগ।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: