ভূরুঙ্গামারীতে ভূমি বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে সোনাহাট ভূমি বোটানিক্যাল গার্ডেন এবং জনবান্ধব অভ্যর্থনা ও সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এসবের উদ্বোধন করেন।

উপজেলার সোনাহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা সোনাহাট ভূমি অফিসের প্রায় ২ দশমিক ৭৯ একর পরিত্যক্ত জমিকে দৃষ্টি নন্দন বোটানিক্যাল গার্ডেনে পরিণত করতে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ লাগানো হয়েছে। দর্শানার্থীদের বিশ্রামের জন্য বাগানের মাঝখানে তৈরি করা হয়েছে গোল ঘর। প্রায় ৭ লাখ ৭২ হাজার ৭৮ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

ভূমি অফিসে আগত সেবা গ্রহীতারাও গোল ঘরটিতে বসে সেবা নিতে পারবেন। স্থানটি ইতোমধ্যে পিকনিক স্পট হিসাবে পরিচিতি লাভ করেছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে পিকনিক খেতে আসেন।

উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: