ভূরুঙ্গামারীতে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

আবু মুসা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (১৪ এপ্রিল) সকালে পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে উৎসব মুখর পরিবেশে প্রতি বছরের ন্যায় এবারো পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্ত মঞ্চ হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ময়দান আলি, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আলাউদ্দিন সরকার সহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ, শিক্ষক, স্কাউট টিম, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ।

উল্লেখ্য ২০১৬ সালে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাকে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের মেলবন্ধন হিসেবে দেখা হয়ে থাকে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: