বান্দরবানের বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা

মোহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান : বনরুপা এলাকায় বিষপানে বিজয় দাশ (৩২) নামে এক ফল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বনরুপা পাড়ার এক‌টি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন দিন আগে বিজয় দাশ তার মাকে নিয়ে তীর্থ করার জন্য বান্দরবা‌নের বাইরে যায়। সেখান থেকে তীর্থ শেষ করে মঙ্গলবার দুপুরে তারা বাসায় চলে আসে। প‌রে রাতে বিজয় দাশ আলাদা রুমে ঘুমাতে যায়। একপর্যায়ে সেই রুমে হঠাৎ অদ্ভুত শব্দ হলে তার স্ত্রী দৌড়ে এসে তার মুখে ফেনা দেখ‌তে পান। পরে তাৎক্ষণিক তার স্ত্রী বাসার পাশের প্রতিবেশীদের ডাকলে সকলে মিলে বিজয় দাশকে উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, ময়না তদন্তের তদন্তের রিপোর্ট হা‌তে আসলে বিষয়টিতে বিস্তারিত জানা যাবে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: