ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বনভোজন
আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনির্ভাস হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা উত্তর ধরলা কমিটির উদ্যাগে বাৎসরিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী আনন্দ মুখর পরিবেশে ভূরুঙ্গামারী উপজেলার ফুটানি বাজার এলাকায় দুধকুমার নদীর তীরে এই বনভোজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান এডভোকেট. আসাদুল হক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান। তিনি বলেন, আমরা মানবাধিকার রক্ষার্থে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি। মানবাধিকার নিয়ে কুড়িগ্রাম জেলার উত্তর ধরলা কমিটি সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে এই আশাবাদ প্রত্যাশা করেন।
উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থার কুড়িগ্রাম জেলা উত্তর ধরলা কমিটির চেয়ারম্যান খন্দকার আলপ্তগীন স্বপন, কো-চেয়ারম্যান মোখলেসুর রহমান ,চিকিৎসক আব্দুল লতিফ, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান খোকন সহ উত্তর ধরলা কমিটির সকল সদস্য বৃন্দ।
মৈত্রী/এফকেএ/এএ