ট্রাম্প-কিম বৈঠকে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’ হয়েছে : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইন শুক্রবার দৃঢ়তার সঙ্গে বলেছেন, হ্যানয়ে দক্ষিণ কোরিয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক কোনো প্রকার পারমাণবিক চুক্তি ছাড়া শেষ হলেও বৈঠকে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’ হয়েছে।
জাপানের ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলনের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুন বলেন, ‘দুই নেতা দীর্ঘক্ষণ আলাপ করেছেন, তা পারস্পরিক সমঝোতাকে উন্নত করেছে ও বিশ্বাস দৃঢ়তর করেছে।

কোরীয় উপদ্বীপে ১৯১০ থেকে ৪৫ সাল পর্যন্ত চলা জাপানের নিষ্ঠুর ঔপনিবেশিক শাসন নিয়ে দুই কোরিয়ারই অসন্তুষ্টি রয়েছে।
হ্যানয়ে কোনো চুক্তি না হওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জন্য বড় ধরণের হতাশা বয়ে আনতে পারে। তবে তিনি সম্মেলনকে কোরিয়া উপদ্বীপের শান্তি আলোচনার ক্ষেত্রে ‘উল্লেখযোগ্য বড় অর্জন’ বলে উল্লেখ করেছেন।

মুন চলতি সপ্তাহে দুই কোরিয়ার মধ্যে নতুন অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন। তার অহিংস মনোভাব এখন বড় ধরণের প্রশ্নের মুখোমুখি হলেও বোঝা যাচ্ছে তিনি তার পথ থেকে বিচ্যুত হবেন না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *