ডিএনসিসিতে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম নিলেন আতিক
ঢাকা, নিজস্ব প্রতিবেদক, লিগ্যালভয়েস ডেস্ক : বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরুর পর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আতিকসহ পাঁচজন মনোনয়ন ফরম কিনেছেন। শুক্রবার পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রি। এরপর প্রার্থী ঠিক করবে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
বিজিএমইএর সাবেক সভাপতি আতিকের পক্ষে তার চাচাত ভাই জাহাঙ্গীর হোসেন যুবরাজ মনোনয়ন ফরম নিয়ে যান আওয়ামী লীগের কার্যালয় থেকে।
এছাড়া মেয়র পদে মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক রাসেল আশেকী, ব্যবসায়ী আদম তমিজী হক, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াদ আলী ফকির, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক নেতা কুতুব উদ্দিন নান্নু।
ফরম নিতে এসে রাসেল আশেকী বলেন, “দলের মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি কর্পোরেশন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। ঢাকা উত্তর সিটিকে শান্তির শহর, সম্প্রীতির শহর, সংস্কৃতির শহর হিসেবে গড়ে তুলব।”
আনিসুল হকের মৃত্যুতে শূন্য ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন গত বছরের ২৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল।
তখন আওয়ামী লীগ আতিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছিল। বিএনপি প্রার্থী করেছিল ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে।
আতিকুল ইসলাম
আনিসুল হকের সঙ্গেও ভোটযুদ্ধে নামা তাবিথ এবার নির্বাচন করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর বিএনপি এখনও স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়নি।
গত বছর এই উপনির্বাচনের তফসিল হলেও ওয়ার্ড সীমানা নিয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের রিট আবেদনে তা আটকে গিয়েছিল।
সম্প্রতি তাদের আবেদন আদালত খারিজ করে দেওয়ার পর নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে।
আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।