বাংলাদেশ ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রায় এক হাজার কোটি টাকা পাচারের মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, আজ রাজধানীর চকবাজার থানায় রিমেক্স ফুটওয়্যার লিমিটেড, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমেটেডের পক্ষ থেকে প্রায় ৯১৯ কোটি টাকা পাচারের দায়ে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, এমডি এবং জনতা ব্যাংকের ইমামগঞ্জ শাখার বিভিন্ন কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়। পরে টাকা পাচারের মামলায় বিকেলে কাকরাইল থেকে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের অনুসন্ধানে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড কর্তৃক ৪২২ কোটি ৪৬ লাখ টাকা, রিমেক্স ফুটওয়্যার লিমিটেড কর্তৃক ৪৮১ কোটি ২৬ লাখ টাকা ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমেটেড কর্তৃক ১৫ কোটি ৮৪ লাখ টাকা পাচার করার তথ্য উদঘাটন করে।