নওগাঁয় মাটির সঙ্গে রঙ মিশিয়ে তৈরি হচ্ছে সার!
মাটির সঙ্গে রঙ মিশিয়ে তৈরি হতো নকল সার। পরে এ সার বিভিন্ন নামে মোড়কজাত করে বিক্রি করা হতো কৃষকদের কাছে।
নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামে মঙ্গলবার নকল সার তৈরির এমন একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই কারখানায় অভিযান চালিয়ে ৪৭০ বস্তা নকল সার ও সার তৈরির সরঞ্জাম জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে ওই কারখানায় তালা লাগিয়ে দেয়া হয়। তবে বিপদ টের পেয়ে আগেই পালিয়েছেন ওই কারখানার মালিক ইমদাদুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির বিষয়ে স্থানীয়রা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গত সোমবার কৃষি কর্মকর্তারা কারখানাটি পরিদর্শন করে নকল সার তৈরির প্রমাণ পান। খবর পেয়ে গতকাল উপজেলা প্রশাসন ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে নকল সার ও সার তৈরির সরঞ্জাম জব্দ এবং কারখানায় তালা লাগিয়ে দেয়া হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম বলেন, ওই কারখানায় মূলত মাটির সঙ্গে রঙ মিশিয়ে নকল সার তৈরি করে প্যাকেটজাত করা হচ্ছিল। এ সার ফসলের জন্য কোনো উপকার তো নয়, বরং কৃষকদের সঙ্গে প্রতারণা।