প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে আশরাফুল আলম খোকনকে পুনঃনিয়োগ
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে আশরাফুল আলম খোকনকে পুনঃনিয়োগ পেয়েছেন। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে খোকনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘মুহাম্মদ আশরাফুল আলম (খোকন) কে ৭ জানুয়ারি ২০১৯ অথবা যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গ্রেড-৪ ভুক্ত নির্ধারিত সর্বোচ্চ বেতনে মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”
প্রায় সাড়ে ছয় বছর ধরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন।
তাকে প্রথমে ২০১৩ সালে অগাস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়। পরে তার মেয়াদ বাড়ানো হয়। খোকন দৈনিক মুক্তকণ্ঠ ও চ্যানেল আইয়ে কাজ করেছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের একুশে অগাস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আহত হন খোকন। ওই হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন।