মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অভিনেত্রী শানু
ছোট ও বড় পর্দার অভিনেত্রী লাক্স তারকা শানারেই দেবী শানু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে শুটিংয়ে যাওয়ার পথে সাভারের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর শানু বলেন, ‘সকালে জুয়েল শরীফ ভাইয়ের ‘বড় বাড়ি’ নাটকের শুটিংয়ের জন্য মাইক্রোবাসে মানিকগঞ্জ যাচ্ছিলাম। আমিন বাজার যাওয়ার পর একটি ট্রাক আমাদের মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমাদের সামনে থাকা আরেকটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়। ট্রাক চালককে পুলিশ আটক করেছে।’
শানু আরো বলেন, ‘গাড়ি খালি থাকায় বড় ধরনের কোনো কিছু হয়নি। তবে আমি খুব ভয় পেয়েছি। অনেক জোরে ধাক্কা লাগার কারণে বুকে ও পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এখন এই অবস্থাতেই অন্য আরেকটি গাড়িতে করে শুটিং করতে যাচ্ছি। বেঁচে আছি বলেই শুটিং করতে যেতে পারছি
এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন শানু। মঞ্চ ও টিভিতে অসংখ্য কাজ করেছেন। ২০০৫ সালে জিতেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শ্রেষ্ঠত্বের মুকুট। এছাড়া গত বছর আবু আকতারুল ইমান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে।