ম্যাসেঞ্জারে টেক্সট মুছে ফেলার ফিচার
তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ম্যাসেঞ্জার এখন ব্যাপক জনপ্রিয়। তবে একজনের ম্যাসেজ ভুল করে অন্য কারো কাছে গেলেই বিপত্তি। তা আর ডিলেট করার কোন উপায়ই নাই। তবে এবার সে সঙ্কট কাটিয়ে তুলেছে ফেসবুক।
এখন থেকে ফেসবুক মেসেঞ্জারে ভুলে অপরিচিত কাউকে কোনো টেক্সট পাঠিয়ে দিলে এখন তা ১০ মিনিটের মধ্যে মুছে দেয়া যাবে। ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জারে ‘আনসেন্ড’ নামে নতুন একটি ফিচার যোগ করেছে। এর মাধ্যমে পাঠানো বার্তা মুছে ফেলার সুবিধা মিলবে। খবর দ্য ভার্জ।
মেসেঞ্জারের নতুন ফিচারটির তথ্য আগেই প্রকাশ পেয়েছিল। এবার তা চালু করল ফেসবুক। এর ফলে মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো বার্তার ওপর চাপ দিলে দুটি অপশন দেখা যাবে। একটিতে সবার কাছ থেকে মুছে ফেলা ও অন্যটিতে শুধু নিজের জন্য মুছে ফেলার অপশন দেখানো হবে। সেখান থেকে নির্বাচন করে দিলে তা মুছে যাবে।