সীমান্ত থেকে ন্যাশনাল গার্ড সৈন্যদের প্রত্যাহার করলেন নিউ মেক্সিকোর গভর্ণর

লিগ্যাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মোতায়েনরত ন্যাশনাল গার্ড সৈন্যদের অধিকাংশকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্ণর মিচেলি লুজান গ্রিশাম।
সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তাকে তিনি ‘হেয়ালি’ বলে নাকচ করে দিয়েছেন।


গ্রিশাম এক বিবৃতিতে বলেন, ‘দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণে জাতীয় নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে বলে কেন্দ্র যুক্তি দিয়েছে, আমি তার সাথে দ্বিমত পোষণ করছি। এই দক্ষিণাঞ্চল আমাদের দেশের সবচেয়ে নিরাপদ অঞ্চলগুলোর একটি।’


মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের কিছুক্ষণ আগেই এই নারী গভর্ণর সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দেন।
ট্রাম্প ওই বক্তৃতায় মার্কিন-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অঙ্গীকার করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।


গ্রিশামের আদেশটি নিউ মেক্সিকোর পাশাপাশি আরকানসাস, কানসাস, কেনটাকি, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা ও উইসকোনসিন অঙ্গরাজ্যের উপরেও বর্তাবে। এই অঙ্গরাজ্যগুলো সীমান্তে সৈন্য মোতায়েন করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *