মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে : আইনমন্ত্রী


ঢাকা, লিগ্যাল ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে যারা মানবাধিকার লঙ্ঘন করবে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা শেখ হাসিনার সরকারের অন্যতম লক্ষ্য এবং সেটা সরকার সব সময় করে যাচ্ছে।যার কারণে এখন মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের পাঁচসদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

এসময় জাতিসংঘের সিনিয়র মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হেইকা আলেফসেন (ঐবরশব অষবভংবহ) ও সোকো ইসাইকাওয়া (ঝযড়শড় ওংযরশধধি) সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, জাতিসংঘ মিশনের সবাই একটি প্লাাটফর্মে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করতে। তারা জানিয়েছে, আলাদা আলোচনা করলে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। একসঙ্গে আলোচনা করলে দ্রুত সিদ্ধান্ত ও সমস্যা সমাধান করা যায়। তাই আমাদের আলোচনাঅত্যন্ত সুন্দর ও ফলপ্রসূ হয়েছে। তারা আমাদের কাছে কয়েকটি বিষয়েজানতে চেয়েছে। আমরা তাদের সববিষয়ে স্বচ্ছ ধারণা দিয়েছি।

আনিসুল হক বলেন, তারা আমাদের কাছে সাক্ষ্য আইন ও বৈষম্য বিরোধআইনের ব্যাপারে তাদের বক্তব্য দিয়েছে। তারা জানতে চেয়েছে, এ দুইআইন কবে হবে। আমরা বলেছি, সাক্ষ্য আইন নিয়ে সরকার কাজ করছে।আর বৈসম্য বিরোধ আইন নিয়ে আগামী মাসে একটি বড় আকারেরসভা করা হবে। সেখানে বিশ্বের অন্যান্য দেশের আইনে কি আছে সেটাযানার চেষ্টা করা হবে। পাশাপাশি যারা এ আইনের ব্যাপারে আগ্রহী,তারা কি চায় এবং আমরা খসড়ায় কি করছি তা দেখা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কিছুটা আলোচনা হয়েছে সেখানে সরকারেরঅবস্থান তুলে ধরা হয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। সেখানে অত্যন্ত পরিষ্কারভাবেজাহালমকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাহালমের ঘটনাঅত্যন্ত দুঃখজনক। আমি এটার তীব্র নিন্দা জানাই। দুর্নীতি দমনকমিশন যেহেতু এ রকম একটা ঘটনার ব্যাপারে অবহিত রয়েছে তাই তারাএবিষয়ে অত্যন্ত দ্রুত সিরিয়াস পদক্ষেপ নেবে বলে তিনি মনে করেন।


জাতিসংঘের সিনিয়র মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হেইকা আলেফসেন বলেন, আমাদের সঙ্গে আইনমন্ত্রীর আলোচনা হয়েছে। আমরা কিছু আইনের ধারা, মানবাধিকার, অর্থনীতি নিয়ে আলোচনা করছি।এক্ষেত্রে মানবাধিকার নিয়ে সরকার অনেক কাজ করেছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং আগামীতেও তাঅব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *