জয়পুরহাটে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ বিষয় মতবিনিময়
জয়পুরহাট, : সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনেশনিবার শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও মাল্টিমিডিয়া ক্লাস রুমের যথাযথ ব্যবহার বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়
মতবিনিময় সভায় জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ প্রধান অতিথি হিসেবে শিক্ষার গুণগত মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও মাল্টিমিডিয়া ক্লাস রুমের যথাযথ ব্যবহার বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার ভৌমিক। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে জয়পুরহাট বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ও দোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উল্লেখ করা হয়, বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য বেতন-ভাতা বাড়ানো সহ নানা সুযোগ সুবিধা বাড়িয়েছে। এখন শুধু প্রয়োজন শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য ক্লাসে শিক্ষকদের মনোযোগী হওয়া। সেই সঙ্গে শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের নিকট আকর্ষণীয় করার জন্য মাল্টিমিডিয়া ক্লাস রুমের যথাযথ ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয় মতবিনিময় সভায়। সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার তিন শতাধিক শিক্ষক ওই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।