ভেনিজুয়েলা সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর চাপ জোরদার গুয়াইদোর
আন্তর্জাতিক ডেস্ক
কুকুতা (কলম্বিয়া): ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর ওপর আন্তর্জাতিক চাপ রোববার বাড়ানো হয়েছে। ওয়াশিংটন জোরদিয়ে বলেছে, মানবিক সাহায্য আনার ক্ষেত্রে বিরোধী দলের প্রচেষ্টার প্রেক্ষাপটে দেশটি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ায় মাদুরোর দিন ক্রমেই ঘনিয়ে আসছে। খবর এএফপি’র।
স্ব-ঘোষিত অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো ভেনিজুয়েলাকে মুক্ত করতে যেকোন ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। শুক্রবার থেকে সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর তিনি এ আহ্বান জানালেন।
ইউরোপীয় ইউনিয়ন এ সীমান্ত সহিংসতার এবং মাদুরো সরকারের পক্ষ নিয়ে বিভিন্ন সশস্ত্র গ্রুপের ত্রাণ প্রবেশে বাধা দেয়ার নিন্দা জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, ভেনিজুয়েলায় সংঘর্ষে বেসামরিক নাগরিক নিহত হওয়ায় তিনি শোক প্রকাশ করেন।
বোগোটায় সোমবারের লিমা গ্রুপের সম্মেলনে গুয়াইদো অংশ নিয়েছেন। ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশ এ লিমা গ্রুপের সদস্য।
গুয়াইদো মাদুরোর বিরুদ্ধে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক বলেন, ভেনিজুয়েলার ‘বৈধ সরকার’ এ গ্রুপের বৈঠকে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করবেন ।