আগামীকাল জাতীয় ভোটার দিবস
নির্বাচন কমিশন সচিবালয়
ঢাকা, লিগ্যাল ডেস্ক : আগামীকাল ১ মার্চ জাতীয় ভোটার দিবস। ব্যাপক-উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে ঢাকাসহ সারাদেশে দিবসটি পালিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে জাতীয় ভোটার দিবস পালনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে একটি র্যালী বের হয়ে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরূল হুদাসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিব র্যালীতে অংশ নেবেন।
বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস উদযাপন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া সারাদেশে র্যালী, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমূখর পরিবেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও জাতীয় ভোটার দিবস পালন করা হবে বলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ সাংবাদিকদের জানিয়েছেন।
ইসি সূত্র জানায়, মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয় এবং দেশ প্রেমিক শহীদদের আত্মদানের বিনিময়ে জাতীয় জীবনে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা হয়। শহীদদের রক্তে রাঙ্গানো মাসটি মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় হওয়ায় ১ মার্চ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে।
গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে সাধারণ জনসাধারণ ও তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর জাতীয় ভোটার দিবস উদযাপনের গুরুত্ব রয়েছে।
দিবসটি মূলত গণসচেতনতা ও প্রচারণামূলক হওয়ায় সাধারণ জনগণসহ তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দিবস।
গত বছরের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় দিবসটি পালনের অনুমোদন দেয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুসারে এখন থেকে প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে।