নির্ধারিত সময়ের আগেই দোহাজারি-কক্সবাজার নতুন রেললাইন চালু হবে : রেলমন্ত্রী
কক্সবাজার, প্রতিনিধি
যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ের আগেই দোহাজারী-কক্সবাজার নতুন রেললাইন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
আজ কক্সবাজারে এ নতুন রেললাইনের কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।
রেলপথ মন্ত্রী বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পটি কক্সবাজারসহ দেশবাসীর অনেক প্রতীক্ষার প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ দ্রুতগতিতে চলছে। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ শেষে লাইন চালু করার সময় নির্ধারিত আছে।
মন্ত্রী আরও বলেন, এ লাইন চালু হলে পর্যটকদের আগমন সহজ হবে। এর মাধ্যমে দেশী বিদেশী পর্যটক অধিকহারে কক্সবাজার আসার সুযোগ পাবে। তিনি আরও বলেন, ঢাকা থেকে সরাসরি ট্যুরিস্ট ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। রেলপথ মন্ত্রী এ সময় চলমান কাজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
রেলপথ মন্ত্রীর এ সফরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম, প্রকল্প পরিচালক মোঃ মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।