ভালো দেখেছি, তবে খুব ভালো বলবো না: আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনের পরিবেশ ভালো ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমি যে কয়টা কেন্দ্রে গিয়েছি, অনেক ভালো দেখেছি। অতো বেশি ভালো আমি বলবো না, কিন্তু ভালো দেখেছি। আরেকটা দল যদি আসতো তাহলে নির্বাচনটা জমতো।’

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরায় অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু এবং সুন্দরভাবেই নির্বাচন হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে। আমার এলাকার বিভিন্ন জায়গায় গিয়েছি। স্রোতের মতো লোকজন এসেছে।’ তিনি বলেন, ‘আমি যে কয়টা কেন্দ্রে গিয়েছি অনেক ভালো দেখেছি। অতো বেশি ভালো আমি বলবো না, কিন্তু ভালো দেখেছি। আরেকটা দল যদি আসতো তাহলে নির্বাচনটা জমতো।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, যারাই ভোট দিয়েছেন সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভোট ভালো হয়েছে। সব চেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা নির্বাচনের পার্সেন্টেজ দেখেই নিশ্চিত হওয়া যায়। আমি নির্বাচন কমিশন ও সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য ধন্যবাদ জানাই।’

এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘সময়টা বড় কথা নয়, আমাদের পরিকল্পনাটাই বড় কথা। আমরা ইশতেহারও সেভাবে করেছি।’

তিনি বলেন, ‘একটি দল নির্বাচনে আসেনি, এটি হলো বাস্তব সত্য কথা। যদি আসতো ভোটের পরিবেশ অন্যরকম হতো। এছাড়া, চারটি দল এসেছে। আমি গত কয়েক মাস দৌড়েছি। নির্বাচনী ম্যারাথন দৌঁড় আজকেই শেষ হলো। এরপর ১০০ মিটারের আরেকটা দৌঁড় দিতে হবে। যেদিন থেকে দায়িত্ব পাবো, সেদিন থেকেই আমাদের ঢাকাকে সাজিয়ে তুলবো।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *