ভূরুঙ্গাামরীতে লাইসেন্স বিহীন করাত কল মালিককে জরিমানা

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে লাইসেন্স বিহীন এক করাত কল মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম। এসময় লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনার অভিযোগে আন্ধারীঝাড় বাজারের করাত কল মালিক নূরুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম বলেন, লাইসেন্স না নিয়ে করাত কল পরিচালনার অভিযোগে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন করাত কল বন্ধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানকালে দুর্নীতি দমন কমিশন রংপুর কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও বন কর্মকর্তা সেকেন্দার আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: