বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপিত
অংবাচিং মারমা, রুমা প্রতিনিধি
বান্দরবান : রুমা উপজেলা ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যথাযথভাবে মধু পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা ।
৯ সেপ্টেম্বর শুক্রবার রুমা উপজেলা বৌদ্ধ বিহারেগুলোতে সমাবেত হয়ে বিভিন্ন ফুলফল, মধুদান দানের পাশাপাশি অর্থদানের মধ্যদিয়ে বৌদ্ধ ধর্মবলম্বীরা মধু পুর্ণিমা উদযাপন পালন করা হয়।
এই দিনটি উপলক্ষে আশ্রম পাড়া বৌদ্ধ বিহার,চান্দা হেডম্যান পাড়া, ছাইপো পাড়া, পাইন্দু হেডম্যান পাড়া, রুমা দেব্ব বৌদ্ধ বিহারগুলোতে সহ প্রত্যেক গ্রাম গুলোতে সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকেন। এ সময় শত শত বৌদ্ধ নর-নারী বৌদ্ধ বিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ফলমূল বিভিন্ন খাবার ও মধু দান করেন। পাশাপাশি ধর্মদেশনা দিয়ে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
এ সময় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য মধুদান,সংঘদান, অর্থদান,অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়।বৌদ্ধ ধর্মালম্বীরা মতে,বহুবছর আগে এ পূর্ণিমাতে বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করেন।
বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।
এসময় পূজনীয় ভিক্ষুগন সঙ্ঘের উদ্দেশ্যে ত্রিশণ সহ পঞ্চমশীল প্রার্থণা করেন পূণ্যর্থীরা। দেব মানুষ্য সুখ শান্তি মঙ্গল কামনায় পূজনীয় ভিক্ষুরা।
মৈত্রী/এফকেএ/এএ