৩০ কোটি টাকার ভ্যাট পরিশোধ তিন সিমেন্ট কোম্পানির
নিজস্ব প্রতিবেদক
সিমেন্ট খাতে অপরিশোধিত ৩০ কোটি ১২ লাখ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করেছে তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান।
চলতি মাসে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) সিমেন্ট শিল্পের বহুজাতিক তিন প্রতিষ্ঠান এই রাজস্ব প্রদান করে।
এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, সিমেন্ট খাতের পণ্যসমূহ মূলত তিনভাবে বিক্রি করা হয়। এগুলো হলো-অনুমোদিত মূল্য পণ্য সরবরাহ অথবা অনুমোদিত মূল্যের চেয়ে কম মূল্যে সরবরাহ কিংবা অনুমোদিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে সরবরাহ করা হয়। কোম্পানীগুলো সকল ক্ষেত্রে অনুমোদিত মূল্যে ভ্যাট পরিশোধ করে থাকে। কিন্তু বর্ধিত মূল্যে পণ্য বিক্রি করলে, তারা যে অতিরিক্ত ভ্যাট পাচ্ছে সেটি সরকারের কোষাগারে জমা দিচ্ছে না।
তিনি বলেন, বর্ধিত মূল্যের এই ভ্যাট সরকারের কোষাগারে জমা না দেয়ার তথ্য অডিটে আসার পর-চারটি সিমেন্ট কোম্পানীকে নোটিশ করা হয়।এর প্রেক্ষিতে তিনটি কোম্পানী চলতি মাসে ৩০ কোটি ১২ লাখ টাকার ভ্যাট পরিশোধ করেছে। আরো একটি কোম্পানি আগামী সপ্তাহে তাদের অপরিশোধিত ভ্যাট প্রদান করবে বলে তিনি জানান।