তারেক রহমানের সঙ্গে ছবির ব্যাখ্যা দিলেন মৌসুমী
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনার পর চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের একটি স্থিরচিত্র নিয়ে আলোচনা চলছে ফেইসবুকে। বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, মৌসুমী একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সক্রিয় সদস্য ছিলেন।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে মৌসুমী দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চলছে।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছবির ব্যাখ্যায় তিনি বলেন, ‘বিভিন্ন উৎসবে আমাদের যেতে হয়, গেলে তো ছবি আসবেই। ছবিটা আমিও তুলি নাই। আমি তো বলি নাই যে এটা অপরাধের মধ্যে পড়ে।’
জাসাসের সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকলেও তিনি কখনোই বিএনপিতে যুক্ত ছিলেন না বলে দাবি করে মৌসুমী।
তিনি বলেন, ‘যারা ছবিটি ছড়াচ্ছে, তারা হয়ত আমাকে পছন্দ করে না, হয়ত আওয়ামী লীগকে পছন্দ করে না। আমাকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে।’
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম তোলেন মৌসুমী।