দূর্নীতি প্রতিরোধে দুদকের অভিযান চলবে

ঢাকা, ২০ জানুয়ারি ২০১৯ : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, আ্ইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং মেহেরপুরে দুদকের অভিযান। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে কোচিং বাণিজ্য হচ্ছে মর্মে দুদক হটলাইনে (১০৬) অভিযোগের প্রেক্ষিতে আজ ঐ স্কুলে অভিযান চালিয়েছে দুদক টিম। দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সহকারী পরিচালক মোঃ জাভেদ হাবীব এবং উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম আজ (২০/০১/২০১৯ ইং) আকস্মিক ভাবে এ অভিযান পরিচালনা করে। সরেজমিন পরিদর্শনে পাওয়া যায় যে, বিদ্যালয়ের শিক্ষকগণ ২০১৭সালে কোচিং করাবেন না এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করা সত্ত্বেও নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্যকরছেন। দুদক টিমের নির্দেশে তাৎক্ষণিক ভাবে এ অনিয়মের সাথে জড়িত ৩০ জন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারিকরা হয়। অভিযান কালে দুদক টিম উদ্ঘাটন করে, নবম শ্রেণিরর কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়া সত্ত্বেও একজন শ্রেণী শিক্ষক তাদের দশম শ্রেণীতে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করেছেন। দুদক টিমের উপস্থিতিতে এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠনকরা হয়।এদিকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভিআইপি কোটাকে সামনে রেখে ভর্তি বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে গত ১৭ জানুয়ারি দুদকের একটি টিম উক্ত স্কুলে অভিযান চালায়। দুদক টিম প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় এবং এ বিষয়ে অধিকতর যাচাই চলমান রয়েছে।অপরদিকে বেআইনি ভাবে ইটভাটা পরিচালনা করে কৃষি জমিধ্বংস, জীব বৈচিত্র বিনষ্ট এবং জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করার দায়ে দুর্নীতি দমন কমিশনের হস্ত ক্ষেপে আজ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।এ অভিযানে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারসহ ফায়ার ব্রিগেড ও এক প্লাটুন পুলিশ । দুদকের পক্ষে পুরো অভিযানটি তদারক করেন দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ লুৎফর রহমান। অভিযানে উচ্ছেদ কর্মী টিম ও শ্রমিকদের সহায়তায় চারটি ড্রাম চিমনিযুক্ত ইটভাটা ভেঙ্গে ফেলা হয় এবং ফায়ারব্রিগেডের মাধ্যমে ইটভাটার আগুন নেভানো হয়। ধ্বংসাত্মক
এসব ইটভাটা উচ্ছেদের মাধ্যমে প্রায় ২০ একর জমি দখল মুক্ত করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত চারটি ইটভাটাকে আশিহাজার টাকা জরিমানাও করে। দূষণের শিকার গ্রামবাসীরা এঅভিযানকে স্বাগত জানায়। এসব অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক(প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ সব সেক্টরেই দুর্নীতি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় দুদক অবিরাম কাজ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *