সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা ২১, জানুয়ারি ২০১৯, (নিজস্ব প্রতিবেদক) : সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেনের জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
খন্দকার আবদুল বাতেন আজ ২১ জানুয়ারি ভোর চার টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
মরহুমের জানাজায় ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী , সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, সাবেক হুইপ নূর ই আলম চৌধুরী এমপিসহ সাবেক ও বর্তমান সংসদ সদস্যবৃন্দ, সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্ত-কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ এমপি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতৃবৃন্দ, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের পক্ষে দশম সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির নেতৃত্ব হুইপ আতিকুর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি ও নূর ই আলম চৌধুরী এমপি এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এর আগে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি এবং পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন বড় ছেলে শাহরিয়ার নাসের।