ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৩৫ শতাংশ

ঢাকা, লিগ্যালভয়েস টোয়েন্টিফোর ডটকম, : নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ।খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় সাধারণ মূল্যস্ফীতি কমেছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারোর (বিবিএস) তথ্যমতে নভেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ। ডিসেম্বরে সেটি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ।নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৮ শতাংশ,ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে,ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও বেশ কমেছে। নভেম্বরে এক্ষেত্রে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৯ শতাংশ,ডিসেম্বরে সেটি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *