মেক্সিকোতে জ্বালানী চুরি রোধে সামাজিক কর্মসূচি

এ্যাকামবে, মেক্সিকো, লিগ্যালভয়েস ডটকম, : মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ তেল চুরি রোধে মঙ্গলবার দরিদ্র এলাকাগুলোতে বেশকিছু সামজিক কর্মসূচি হাতে নিয়েছেন। এই এলাকাগুলোতে তেলচুরি ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।
অতি সম্প্রতি একটি জ্বালানি পাইপলাইনে তেল চুরির সময় বিস্ফোরণে ৯৩ জন প্রাণ হারানোর পর এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রেসিডেন্ট লোপেজ এই গ্যাসোলিন চুরি করে কালোবাজারে বিক্রির জন্য দারিদ্রকে দায়ী করেছেন। খবর এএফপি’র।
তিনি বলেন, তার সরকার পেনশন, ছোট ব্যবসার জন্য লোন, যুবকর্মসংস্থান স্কিম ও অন্যান্য কর্মসূচিতে ১৭ লাখ লোককে সহায়তার জন্য প্রায় ২০ কোটি মার্কিন ডলার ব্যয় করতে যাচ্ছে। যেখানে জ্বালানী চুরি হয়, সেসব অঞ্চলে এ অর্থ বরাদ্দ দেয়া হবে।
তিনি বলেন, ‘কোন মেক্সিকানেরই চুরি করার প্রয়োজন হবে না। কারণ তাদের সকলেই উপার্জনশীল কাজ করবেন এবং সরকার এক্ষেত্রে তাদের পাশে থাকবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *