নিরাপত্তা পরিষদকে ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : মাসুদ বিন মোমেন

নিউইয়র্ক, ২৪ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, মানবাধিকার ও অপরাধ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের আওতায় ইসরাইলের সকল অন্যায়ের জবাবদিহিতা এবং ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা পরিষদকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আগ্রাসী শক্তি ইসরাইলের আইনকে অগ্রাহ্য করা ও অন্যায় করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির অবসান ঘটাতে সঠিক ভূমিকা পালন করা নিরাপত্তা পরিষদের দায়িত্ব।
মাসুদ বিন মোমেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘প্যালেস্টাইন প্রশ্নসহ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় ওআইসির সভাপতি হিসাবে বক্তব্যে রাখেন।
নিরাপত্তা পরিষদের জানুয়ারি মাসের সভাপতি ডোমিনিকান রিপাবলিক এই উন্মুক্ত আলোচনার আয়োজন করে এবং এতে জাতিসংঘের ৪৭টি সদস্যদেশ অংশ নেয়।
আলোচনার শুরুতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী ও জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত প্রতিনিধি নিকোলে মিলাডিনভ তার বক্তৃতায় বলেন, আমাদের চোখের সামনে সংঘটিত ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে ২০১৯ সালে এসে আমাদের অবশ্যই কোনো বিভ্রান্তিতে থাকা উচিত নয়।
স্থায়ী প্রতিনিধি বলেন, মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থানসমূহে বিশেষত আল আক্সা মসজিদে ইসরাইলের হামলা মানবিক সঙ্কটকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে যা বিশেষ করে গাজাসহ ফিলিস্তিনিদের প্রভাবিত করছে। পবিত্রভূমি জেরুজালেমের আইনসম্মত মর্যাদা জোরপূর্বক বা অন্যায়ভাবে পরিবর্তনের উদ্দেশ্যে ইসরাইল ও অন্যান্যদের এ জাতীয় উষ্কানিমূলক কার্যক্রমকে বিছিন্নভাবে দেখা যাবে না।
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে এজন্য সুপারিশ করতে নিরাপত্তা পরিষদকে ওআইসি’র পক্ষ হয়ে পুনরায় অনুরোধ জানান রাষ্ট্রদূত মাসুদ।
এখনও জাতিসংঘের যে সকল সদস্যদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে দ্বিরাষ্ট্র সমাধান কাঠামোর প্রতি সমর্থন এবং শান্তি, রাজনৈতিক ও আইনী পদক্ষেপসমূহকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দানের অনুরোধ জানান মাসুদ বিন মোমেন।
ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহযোগিতা অব্যাহত রাখতে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কর্মসূচির জন্য আরো স্থিতিশীল আর্থিক সহায়তার জোগান দিতে এবং তা অব্যাহত রাখতে উদারভাবে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান স্থায়ী প্রতিনিধি।
শান্তি প্রক্রিয়ার বাস্তব সম্মত অগ্রগতি বিধানের লক্ষ্যে নতুনভাবে প্রত্যাশা ও সুযোগের সৃষ্টিতে নিরাপত্তা পরিষদ যাতে তার প্রতিশ্রুতি সমুন্নত রাখে সে বিষয়ে ওআইসি’র আহ্বান তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *