প্রথম বাংলাদেশি গীতিকবির কথায় গাইলেন অনুপম

গভীর প্রেম, জীবনবোধ এবং সমৃদ্ধ কথার জীবনমুখী-দর্শনভিত্তিক গান সৃষ্টি করে ইতোমধ্যে পণ্ডিত খেতাবেও ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকেরা এখন তাকে পণ্ডিত অনুপম রায় বলেই সম্বোধন করেন।

অনুপম নিজের লেখার বাইরে গান করেন না বললেই চলে। নিজ কণ্ঠের গানগুলোর গীতিকাব্য রচনা, সুরারোপ করা এবং সঙ্গীত তিনি নিজেই করেন। এক কথায় এরইমধ্যে নিজেকে তিনি সঙ্গীতজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী প্রথম বাংলাদেশি গীতিকবির কথায় একটি গানে কণ্ঠ দিলেন। গানের শিরোনাম ‘পারছি তো খুব’। এর কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর-সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম।

‘পারছি তো খুব/লুকোতে ব্যথা/জলভরা দু’চোখ/মন কি তোমার/চাই না কভু/আমার ভালো হোক’- এমন কথার গানটি গেয়ে ভালোলাগা প্রকাশ করেছেন অনুমপ রায়।

এ প্রসঙ্গে অনুপম রায় বলেন, পুরোটা গানের প্রতিটা লাইনে একটি বার্তা আছে, যা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি সিনেমার বাইরে গান করি না। এই গানের ট্র্যাক আমাকে পাঠানোর পর টানা বেশ কয়েকবার শুনলাম। কথার পাশাপাশি সুর-সঙ্গীতও চমৎকার হয়েছে। তাই গান করবো না- এই কথা বলার সাহস পাইনি। গানের গীতিকবি বিশালের জন্য অনেক শুভকামনা।

অনুপমের কণ্ঠের ‘পারছি তো খুব’ শিরোনামের গানটি গতকাল বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে ভিডিওতে প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাবে অনুপম রায়, মেহজাবিন ও এস এন জনিকে। ভিডিওটি নির্মাণ করেছেন জুয়েল রানা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *