তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ১৫ ফেব্রুয়ারি

ঢাকা, লিগ্যালভয়েস : আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামায়াতের তিনদিন ব্যাপি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের এ কথা জানান।
ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই পক্ষ একসঙ্গে একই জায়গায় এবারের ইজতেমা করার বিষয়ে একমত হয়েছেন। এর আগে দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও এবার এক দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দাওয়াতে তাবলীগের মুরব্বী মাওলানা মো: যুবায়ের, প্রিন্সিপাল ও আহলে শুরা, অধ্যক্ষ সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আহলে শুরা, তাবলীগ জামাতের শুরা সদস্য মাওলানা ওমর ফারুক, খান সাহাবউদ্দিন নাসিম, বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও ধর্ম সচিব মো: আনিছুর রহমান।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্ঠায় এবং সকলের সহযোগিতায় এ বছর আমরা অত্যন্ত সুন্দর ও সৃশৃঙ্খলভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
আগামী ১৭ ফেব্রুয়ারি তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *