রিজার্ভ চুরি: মামলা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংক
লিগ্যালভয়েস ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় তিন বছর পর আন্তর্জাতিক আদালতে মামলা করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে চার সদস্যের একটি প্রতিনিধি দলের ২৭ জানুয়ারি নিউইয়র্ক রওনা হওয়ার কথা রয়েছে। এই প্রতিনিধি দলে রয়েছেন, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ, একই ইউনিটের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং একাউন্ট এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক জাকির হোসেন। ৩ ফেব্রুয়ারির মধ্যেই মামলা করা হবে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভুয়া পেমেন্ট অর্ডারের বিপরীতে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। আগামী ৪ ফেব্রুয়ারি এই ঘটনার তিন বছর পূর্ণ হতে যাচ্ছে। নিউইয়র্কের আদালতে এই ধরনের ঘটনায় তিন বছরের মধ্যে মামলা না করলে এর গুরুত্ব কমে যায়। তাই আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে মামলা করতে চায় বাংলাদেশ সরকার।গত ২০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। তিন ফেব্রুয়ারির মধ্যে মামলা হবে। এই মামলা দেখভালের জন্য বাংলাদেশের একজন আইনজীবী রয়েছেন। যুক্তরাষ্ট্রেও একজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে সময় নির্ধারণ করে এ মামলা দায়ের করবেন।২০১৬ সালে ওই ঘটনায় সুইফটের নিরাপত্তা ব্যবস্থা হ্যাকড করে পাঁচটি বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলংকায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনও ফেরত আসেনি ছয় কোটি ৬৪ লাখ ডলার। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এই অর্থ হ্যাকাররা তুলে নেয়। রিজার্ভ চুরির আলোচিত এই ঘটনা তদন্তে সে সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদন পরবর্তীতে আর প্রকাশ করা হয়নি।এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে সম্প্রতি সর্বোচ্চ ৫৬ বছরের কারাদণ্ড ও ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানার আদেশ দিয়েছে ফিলিপাইনের আদালত। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নিউ ইয়র্কের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।