বিশ্বকাপে অস্ট্রেলিার সহকারী কোচ পন্টিং

সিডনি : আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে নিয়োগ দেয়া হয়েছে। মুলত শিরোপা অক্ষুন্ন রাখার লক্ষ্যে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করার জন্যই পন্টিংকে নিয়োগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন পন্টিং। আইপিএলে দিল্লি ক্যাপিটালের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব পেয়ে পন্টিং বলেন, ‘ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফের দায়িত্ব পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। এর আগেও অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পালন করেছি। সেগুলো ছিলো অল্প মেয়াদের। তবে এবার অনেক বড় দায়িত্ব। বিশ্বকাপের মত আসরে অস্ট্রেলিয়ার দলে সাথে কাজ করবো। তাই এই দায়িত্ব একেবারেই ভিন্ন।’
২০১৬ ও ২০১৭ সালে স্বল্প মেয়াদে অস্ট্রেরিয়া ওয়ানডে-টি২০ দলের সাথে কাজ করেছেন পন্টিং। পন্টিংকে খুশী দলের নিয়মিত কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তিনি বলেন, ‘শুরুতেই পন্টিংকে অভিনন্দন। দলে তাকে স্বাগত জানাই। দলের জন্য পন্টিংকে কি করতে হবে, তা সে ভালোই জানে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার জন্য দলের মধ্যে সে অমূল্য ভূমিকা রাখবে বলে আশা করি।’
১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো অস্ট্রেলিয়া। তিন বিশ্বকাপেই দলের সদস্য ছিলেন তিনি। ২০০৩ ও ২০০৭ সালের দলকে নেতৃত্ব দিয়েছেন পন্টিং। তাই খেলোয়ড়ি জীবন থেকে অর্জন করা অভিজ্ঞতা এবার দলের স্টাফ হিসেবে কাজে লাগাবে পন্টিং, এমনটাই প্রত্যাশা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *