দাবানল : নিউজিল্যান্ডের একটি গ্রামকে ছেড়ে দেয়া হলো ‘সৃষ্টিকর্তার হাতে’

ওয়েলিংটন, লিগ্যাল ডেস্ক : নিউজিল্যান্ডের একটি গ্রামের সকল লোকজনকে শনিবার সরিয়ে নেয়া হয়েছে। গ্রামটির ঘরবাড়িগুলো ভয়াবহ দাবানলের হুমকির মুখে পড়ায় সেখানে বসবাস করা তিন হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
দমকল বাহিনীর কর্মীরা জানান, তারা এমন ভয়াবহ পরিস্থিতিতে গ্রাম রক্ষার বিষয়টি ‘সৃষ্টিকর্তার হাতে’ ছেড়ে দিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দাবানল ছড়িয়ে পড়ার কারণে ওয়েকফিল্ড শহর জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলটি ভয়ঙ্কররূপ ধারণ করে গ্রামাঞ্চল নেলসনের দিকে ধেয়ে আসছে।
মঙ্গলবার গ্রামাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ২ হাজার ১শ’ হেক্টর বনভূমি পুড়ে গেছে।
আঞ্চলিক পুলিশ কমান্ডার জানি হোপার জানান, নির্দেশনা অনুযায়ী তারা সফলভাবে ওয়েকফিল্ড থেকে সকল লোকজনকে সরিয়ে নিয়েছে। এদিকে দমকল বাহিনীর প্রধান জন সুটন জানান, রোববার দাবানলটি ভয়াবহরূপ ধারণ করতে পারে।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কালকের ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *